ঢাকা, বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের ১৭ মামলা

করোনা সংক্রমণ রোধে হবিগঞ্জের মাধবপুরে চলছে কঠোর বিধিনিষেধ। আর তা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে মাধবপুর উপজেলা প্রশাসন। প্রথম দিনে সরকারি বিধিনিষেধ না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ টি মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন।


এ সময় ভ্রাম্যমাণ আদালত কে সহযোগিতা করেন মাধবপুর থানার একদল পুলিশ।


শুক্রবার ২৩ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন পরিচালিত মোবাইল কোর্টে বিধিনিষেধ না মানায় দোকান মালিক ও যানবাহনের চালক ও ব্যক্তি কাছ থেকে ১৭ টি মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

করোনা বৃদ্ধি পাওয়ায় নতুনভাবে আরো ১৪ দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। লকডাউনের প্রথমদিনে বিধিনিষেধ না মানায় ১৭ টি মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এবং এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ads

Our Facebook Page